গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত হলে ৩৪ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী গাজী আতাউর রহমান। বুধবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণায় এসব কথা বলেন। গাজী আতাউর তার লিখিত ইশতেহারে বলেন, “বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের অদুরদর্শিতার কারণে গাজীপুর সিটি করপোরেশনে বসবাসকারীরা বিরক্ত। ওনার ইশতেহারে উল্লেখযোগ্য ছিল” রেল ব্যবস্থা, দুর্নীতি মুক্ত করা, জবাবদিহি, বায়ু দূষণ, নদী দূষণ, শব্দ দূষণ, শিক্ষিত গাজীপুর, নিরাপত্তা, যানজট, আবাসন খাতে বিল্ডিং কোট অনুসরণ, স্মার্ট পার্কিং, রাস্তাঘাট, মাদক, হকার ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন, নারীবান্ধব গণপরিবহন, যাকাত বোর্ড, ইত্যাদি। অবস্থার পরিবর্তনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান। গাজীপুর সিটি করপোরেশনের অবস্থার বিষয়ে তিনি বলেন, “পরিকল্পনার অভাব ছিল। সিটি করপোরেশনের মোট আয়তনের অর্ধেকের বেশি এখনও পল্লী এলাকা। যেখানে কোনো নাগরিক সুবিধা নেই। এমনকি শিল্প-কারখানাও নেই।” সব এলাকার ট্যাক্স নির্ধারণ নিয়ে গাজী আতাউর রহমান আরও বলেন, “পল্লী এলাকার মানুষকে করপোরেশনের আওতায় ফেলে তাদের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এমনকি সিটি কর্পোরেশনে এখনো মাটির ঘর আছে সেগুলো থেকেও ট্যাক্স নেয়া হচ্ছে। সব এলাকায় সমান হারে ট্যাক্স নির্ধারণ কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।” হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে পরিকল্পিত নগরায়ন এবং হোল্ডিং ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আনবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি এই ইশতেহারের বাহিরে প্রয়োজনীয় কোন উদ্যোগ প্রয়োজন হলে সেগুলো দেখবেন।