পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ উপলক্ষে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগনের ০৪ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম, সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদসহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের অন্যান্যরা। পরে জেলা বিসিক কার্যালয়ের সভাকক্ষে ১ জন সুপারভাইজিং কর্মকর্তা ও ৪১ তথ্য সংগ্রহকারী কর্মকর্তার অংশগ্রহনে ৪ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অনুষ্ঠানে আপনারা এ বিষয়টি নিয়ে সততা ও ধৈর্যের সাথে কাজ করবেন। যাতে রাষ্ট্রের সঠিক পরিকল্পনা গ্রহন করা সম্ভব হয়। আপনারা এখান থেকে যে তথ্য সংগ্রহ করবেন সেখানে ৫ জন যদি ৫টি তথ্য ভুল করে তবে সারা বাংলাদেশে দেখবেন কয়েক লাখ তথ্য ভুল হয়ে গেছে। তখন ভয়ানক একটা অবস্থা তৈরি হবে। সুতরাং আপনাদের কাজে সততা ও নৈতিকতা রাখার জন্য বলছি। ধৈর্য নিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজে আপনারা অংশগ্রহন করছেন। এখানে কোনভাবেই ভুল করা যাবেনা।