নীলফামারীর পল্লীতে জোরপূর্বক ক্রয়কৃর্ত জমি দখল করে আসছে তোফাজ্জল গংরা। ৩০ বছর পূর্বে মৃত শহির উদ্দিন তার নিজ ক্রয়কৃর্ত জমিতে বাঁশ ও গাছ লাগিয়ে ভোগদখল করে আসছে। গত ১৩ মে সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার ডাঙ্গা পাড়ায় মৃত শহির উদ্দিনের ছেলে মোতাছাম বিল্লাহ (৩২) তার জমির বাঁশ কাটতে গেলে ৪ টি কাটা বাঁশসহ তাকে ও তার মা রাবেয়া বসরী (৫৫) কে তোফাজ্জল (৫০) পিতা মৃত তফুর উদ্দিন, রফিকুল ইসলাম (৪০), ময়নুল ইসলাম (৩৫) পিতা আব্দুর রহমান, মমেজান (৫০) স্বামী আব্দুর রহমান নিয়ে গিয়ে মারপিট করে। এসময় ৯৯৯ ফোন দিয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে ৯৯৯ ফোনে পুলিশ এসে বাড়ি থেকে ৪ টি বাঁশ উদ্ধার করে। জানা যায়, ৩০ বছর আগে মৃত মাওলানা শহির উদ্দিন গফুর ও তার ভাই তফুর উদ্দিন এর নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করে বাঁশ ঝাড় ও গাছ লাগিয়ে ভোগদখল করে আসছে। কিন্তু ৬ মাস আগে হঠাৎ করে তোফাজ্জল গংরা এই জমির ১.৫ শতক জমি দখল করে। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান এর নিকট নালিশ দিলে তিনি আশুপদক্ষেপ গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরিবারটি আতঙ্কে আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী এ পরিবারটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত সঠিক বিচারের দাবি করেছেন।