দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের রসুলপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিম পাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে পাশে ছিটকে পড়ে। এতে দুজনের মাথা ফেটে যায় ও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক একেএম নুরুল ইসলাম বলেন, সকালে দুই মোটরসাইকেল আরোহী রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা রসুলপুরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।