গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক, থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাড. ভবেশ চন্দ্র, সিনিয়র আইনজীবি এ্যাড. আলাল উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. একরামুল হক লাভলু, গোবিন্দগঞ্জ বার এসোসিয়েশনের আইনজীবি এ্যাড. আব্দুল কাদের, সহকারী আইনজীবি সমিতির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মাফিজল হক ঝন্টু, প্রেস ক্লাবের সভাপতি গোপাল মহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ ও লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা। এসময় বক্তারা বলেন, অসহায় ও দুঃস্থ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে। উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি জানায়, লিগ্যাল এইডের হটলাইন ১৬৪৩০ (টোল ফ্রী) নাম্বারে ফোন করে আইনগত সহায়তা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। গত বছর সারাদেশে ৩৪ হাজার ৭২০ জন আইনি সহায়তা পেয়েছে। দেশের ৬৪টি জেলায় গত ১০ বছরে ৩ লাখ ৪৭ হাজার ৬৫৭ জন ব্যক্তি সরকারি আইনি সহায়তা নিয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিপি এ্যাড. মিজানুর রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ আদালত চত্বর হতে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।