ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ নিহত না হলেও অন্তত ২০ জন যাত্রীকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জানান, পটুয়াখালী থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাস দুটি মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়। আহত হয় দুই বাসের অর্ধশতাধিক যাত্রী। এদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জন যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করে মহাসড়কের ওপর থেকে সরিয়ে ফেলে যান চলাচলের ব্যবস্থা করে।