দিনাজপুরের বীরগঞ্জ অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া ৯টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো.আমিনুল ইসলাম।উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তাৎক্ষণিক তিনি ছুটে যান। সেইসঙ্গে ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডে ঘটনা জেলা প্রশাসক শাকিল আহমেদ কে মুঠোফোনে জানালে শুক্রবার পরিবারগুলোকে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেয়ার কথা বলে তিনি আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম আসলাম ও ইউপি সদস্য রুবেল হোসেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নুরুল ইসলামের এর ঘরে আগুনের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে বসতঘর, একটি গরু, দুই ছাগল, সকল আসবাবপত্র মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তাদের প্রায় নগদ ৮০ হাজার টাকা সহ ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।