অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. সারোয়ার কবির । তিনি সাধারণ জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়জিত করেছেন। এক উজ্জল নক্ষত্র হয়ে বাসা বেঁধেছেন মানুষের হৃদয়ে। চেষ্টা, সাধনা কর্মদক্ষতা আর মানসিক দৃঢ়তায় আলোকিত তার কর্মযজ্ঞ। গাইবান্ধা জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। পিতা মরহুম এ্যাডভোকেট ফিরোজ কবীর একজন সৎ আদর্শবান সাদা মনের মানুষ ছিলেন এবং মাতা মরহুম খন্দকার জাহানারা বেগম গাইবান্ধা সরকারি গাল্স হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। দাদা ছিলেন বাংলাদেশের প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদ। ছাত্র রাজনীতিতে গাইবান্ধা সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ে ছাত্র নেতা হিসেবে তিনি ছিলেন অনন্য। আওয়ামীলীগের নিবেদিত প্রাণ এবং বঙ্গবন্ধুর অনুপ্রাণিত একজন আদর্শ সৈনিক হিসেবে এখনও তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। মানবকল্যনে তিনি নিজের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে একনিষ্ঠ ভাবে সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করছেন । আপামর জনসাধারণের বিপুল ভোটে নির্বাচিত শাহ্ মো:সারোয়ার কবীর গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন চৌকস নেতার সানিধ্যলাভে ধণ্য গৌরাম্বিত জেলাসহ গ্রামগঞ্জের খেটে খাওয়া সাধারণ মানুষ। মানুষের ভালোবাসায় শিক্ত এ মহামানবকে তাদের মণি কোঠায় রাখতে ভবিষ্যতে সংসদীয় নেতা হিসাবে দেখবে বলে এমনটাই প্রত্যাশা করেন সুধীজন।