সারাদেশে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের কৃষক মোঃ তাইজুল ইসলাম, ও তার ছোট ভাই মোহাব্বত আলীর পাঁচ বিঘা ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানা, ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকারের নেতৃত্বে কৃষক লীগের জেলা, উপজেলার প্রায় শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দেওয়ার নির্দেশ দেন। এবং বাংলাদেশ কৃষক লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও শ্রীপুরের শান্তি কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি আপার নির্দেশে। শ্রীপুর উপজেলা কৃষক লীগ অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অসহায় কৃষক তাইজুল ইসলাম শ্রমিকের অভাবে ক্ষেতের ধান নষ্ট হচ্ছে। ঠিক তখনি কৃষকের পাশে আমরা উপজেলা কৃষক লীগ সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও কৃষক লীগ এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান, পৌর কৃষক লীগ সভাপতি সাইফুল কবির, সাধারণ সম্পাদক সজিব ভূঁইয়া, গোসিংগা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক সামসুল হক, বরমী ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক মনির হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম, আতাউর রহমান, চাঁন মিয়া, জাহাঙ্গীর,কালাম, সহ শতাধিক কৃষক লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।