কুষ্টিয়া আদালতে মামলার হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানা যায় । ২৬ এপ্রিল বুধবার বেলা ১২.৩০ এ কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিরপুর জি আর ২৮৭/২০২২ মামলায় হাজিরা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলে কুষ্টিয়া ডিসি কোর্টের প্রথম গেটের সামনে পৌঁছালে সেখানে তাদের উপরে সঙ্গবদ্ধ ভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়। সেই সাথে হাতুড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে গুরুতর রক্তাক্ত যখম করা হয়। আহত সবাইকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীরা বলেন আমরা হামলা কারি কাউকে চিনতে পারেনি। তবে ধারণা করছি মামলা সংক্রান্ত বিষয়ে হামলা করা হয়েছে। এ বিষয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।এই ঘটনাটি ঘটার পরে আজ কোর্ট সীমানার মধ্যে থাকা কোর্টে হাজিরা দিতে আসা এবং কোর্টে বিভিন্ন মামলা মোকাদ্দমার জন্য আশা মানুষগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের সনাক্ত করে কঠোর বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। কোর্টে আসা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক ও কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন । আহতরা হলেন ১ কলম আলী(৫০),২ মোহাম্মদ সামসুল আলম (৬৫),৩ মোহাম্মদ আশরাফুল ইসলাম(৩৭) এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।