আলোকিত নয়াবাজার গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা ঐতিহ্যবাহী সংগঠন নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ কর্তৃক “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’২০২৩” ঈদের ৩য় দিন সোমবার ,দুপুর ২ টায় নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি লুৎফর রহমান কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত হয়েছেন পর্যায়ক্রমে, নয়াবাজার এলাকা থেকে ২০২২ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীবৃন্দ, ২০২২ সালের পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর সাধারণ বৃত্তিপ্রাপ্ত , এবং সংগঠনভুক্ত ২০২২ সালের এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী । অনুষ্ঠান সার্বিক পর্যবেক্ষণে ছিলেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাকের, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়া, ক্রীড়া সম্পাদক কায়সার পারভেজ রুবেল। চিত্র ধারণে ছিলেন প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ প্রতিবছর শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সংবর্ধনার আয়োজন শিক্ষার প্রসারে বড় অবদান রাখছে। উচ্চ শিক্ষার বিকাশ ঘটাতে আরও নতুন নতুন কর্মপদ্ধতি রাখবে বলে আশা রাখি। অত্র সংগঠন কোন ডোনেশন গ্রহণ না করলেও সবার উচিত উক্ত সংগঠনের পাশে থাকা। সম্মানিত আলোচক জবাব নবী হোসাইন বলেন, ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্ত থেকে বের হয়ে বই নিয়ে থাকতে হবে। সম্মানিত আলোচক মাওলানা ফরিদুল আলম নুরী বলেন, নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ প্রতিবছর শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা করায় ধন্যবাদ জানাই। সম্মানিত আলোচক মাওলানা মুফিজ আহমদ ইকবাল বলেন, শুধু চাকরি করার টার্গেট না নিয়ে অন্যদের চাকুরী দেওয়ার জন্য নিজেকে গড়। কৃতী শিক্ষার্থীদের থেকে অনুভূতি প্রকাশ করেন, এ+ প্রাপ্ত শিক্ষার্থী নোমান বিন হোসেন আলিফ। উক্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সভাপতির সমাপনী বক্তব্যে সমাপ্ত হয়।