দিনাজপুরের বিরলে মোটরসাইকেল বিক্রির কিস্তির পাওনা টাকা চাইতে গিয়ে এলিন মটরস্’র সেলস এন্ড মার্কেটিং মোঃ আনোয়ার হোসেনকে মারধর করে এক লক্ষ ৫৯ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিরল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরান সানমুন (২৬) এর বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল আনোয়ার হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত বিরল দিনাজপুরে আল ইমরান সানমুন সহ অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরনে জানা যায় বিরল উপজেলার শংকরপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল ইমরান সানমুন। দিনাজপুর শহরের বুটি বাবুর মোড় এলাকার এলিন মটরস্ শোরুম থেকে গত ২১ জুন ২২ সালে একটি নতুন হিরো গ্লামার লাল রঙের মোটরসাইকেল কেনার জন্য পছন্দ করেন। উক্ত গাড়িটির বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকায় দামদর ঠিক হয়। তখন তিনি মোটরসাইকেলটি কিস্তিতে ক্রয় করিতে ই”ছা পোষণ করিলে ১২ মাসের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করিবেন বলে অঙ্গীকার করিয়া ৫০ হাজার টাকা ডাউনপেমেন্ট জমা দিয়ে গাড়িটি বুঝিয়ে নেন এবং অবশিষ্ট নব্বই হাজার একশত টাকা আগামী ১২ মাসে প্রতিমাসে সাত হাজার পাঁচশত টাকা করে পরিশোধ করার কথা স্বীকার করেন। ছাত্রলীগ নেতা এলিন মটরস এর শোরুম হতে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার পর হতে অদ্যবদি কোন কিস্তির টাকা পরিশোধ করেন নাই। এ ব্যাপারে শোরুম কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য বারংবার তাগাদা দিলে আজকাল বলিয়া টাকা না দিয়ে টালবাহানা করে কাল ক্ষেপণ করে। পাওনা টাকার জন্য ফোনে যোগাযোগ করলে টাকা না দিয়ে উল্টো নানা রকম হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করেন তিনি। এরই প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় বিরল পৌরসভার গেটের সামনে কিস্তির বকেয়া টাকা চাইলে ছাত্রলীগ নেতা আল ইমরান সানমুন সুকৌশলে টাকা দেওয়ার কথা বলে সেলস্ এন্ড মার্কেটিং আনোয়ার হোসেন কে উপজেলা পরিষদের ভেতরে নিয়ে যায়। এ সময় লোহার রোড ও সাইজ কার্ড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে অতর্কিতভাবে এলোপাথারী মারপিট করে মুখের দুইটি দাঁত ভেঙে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় বাদীর প্যান্টের পকেট হইতে শোরুমের কালেকশনের নগদ এক লক্ষ উনষাট হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং হত্যার উদ্দেশ্যে গলা চিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বের হওয়ার সময় আবারো ছাত্রলীগ নেতা মাস্থান বাহিনী নিয়ে পুনরায় আক্রমণ করে মারধর করে। হুমকি প্রদান করে বলে এ ব্যাপারে কোথাও কোন অভিযোগ বা মামলা করলে খুন করে লাশ গুম করবে বলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আহত আনোয়ার হোসেন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত বিরল দিনাজপুরে আল ইমরান সানমুনসহ অজ্ঞাতনামা ৮ জনকে আসামী একটি মামলা দায়ের করেছে।