গাজীপুরের টঙ্গীতে প্যারাডাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি অসহায় পরিবারকে নগদ ৫০০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিকেল ৫টায় টঙ্গীর তিলারগাতি এলাকার একটি অসহায় পরিবার কে এই অনুদানের অর্থ তুলে দেন প্যারাডাইজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ রুবেল মন্ডল। তিলারগাতি এলাকার বাসিন্দা মৃত ওয়াজ উদ্দিন খাঁ এর স্ত্রী মোসাঃ রুপাই বিবি (৬০) স্বামীর মৃত্যুর পর সংসারের অভাব মেটাতে কিস্তিতে একটি গাভী কিনেন। গাভীর দুধ বিক্রি করে কোন রকমে সংসার চালিয়ে যা”িছলেন রুপাই বিবি। প্রচন্ড তাপদাহে হঠাত গাভীটি হিট স্টক করে মাটিয়ে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গাভীটির মৃত্যু হয় সেই সাথে অসহায় পরিবারটির সুখের মৃত্যু হয়। এই অভাবনীয় অব¯’ায় অসহায় পরিবারটির পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেন প্যারাডাইজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল মন্ডল। এসময় রুবেল মন্ডলের এই সহযোগীতা কে সাধুবাদ জানাতে এলাকার ¯’ানীয়দের মধ্যে উপ¯ি’ত ছিলেন, ওয়াসিম মিয়া, শফিকুল ইসলাম মুক্তার, ইমতিয়াজ আহমেদ বুলবুল, জুলহাস মিয়া, শামীম আহমেদ আকাশ, সুজন মিয়া, সোহাগ মিয়া, রায়হান, শাকিল, আলমগীর, কানন, অর্পণ, জিহাদ মিয়া, সাখাওয়াত, আশিক মিয়া , রাকিব মিয়া, মোস্তফা মিয়া, আসাদ উদ্দিন মিয়া, হাশেম মন্ডল, রিয়াজ উদ্দিন প্রমুখ। রুবেল মন্ডল বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। পরিবারের কাছের মানুষগুলোকে হারিয়ে নিজেকে সংসারের হাল ধরতে হয়েছে। আমার বুঝ হবার পর থেকেই চেষ্টা করছি অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে। সেই সুবাধে আমার এলাকায় ¯’ানীয় বড় ভাইদের নিয়ে প্যারাডাইজ স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। সাধারণ মানুষের সেবার জন্য সংগঠনটি সমাজসেবা থেকে নিবন্ধন করিয়েছি। এলাকার যুবক ও মুরব্বিদের সাথে নিয়ে সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময় থেকে বিগত দিনে সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি। ঈদ উপলক্ষ্যে ৩০০ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেছি। এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফ্রি ফুচকা ও চটপটির দোকান বসিয়েছি। মানুষকে সেবার ধারাবাহিকতায় এলাকার যুবকদের সাথে নিয়ে সংগঠনের পক্ষ থেকে অসহায় রুপাই বিবির হাতে নগদ ৫০০০০ হাজার টাকা তুলে দিলাম। সবাই দোয়া করবেন যে এই সহযোগিতা অব্যাহত রাখতে পারি।