খাগড়াছড়িতে খাগড়াপুরের ঐতিহ্যবাহী সালকাতাল ক্লাবের আয়োজনে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সালকাতাল ক্লাবের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সালকাতাল ক্লাবের সভাপতি প্রবীর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় কার্বারী সুধাকর ত্রিপুরা। এতে স্থানীয় সহকারি শিক্ষক রত্না ত্রিপুরার সঞ্চালনায স্বাগত বক্তব্য রাখেন সালকাতাল ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈসু উদযাপন কমিটি ২০২৩ এর আহবায়ক বলিন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপুরাদের পুরনো বছরের ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। নিজস্ব এ সংস্কৃতিকে অন্তর দিয়ে লালন করতে হবে। অন্যথায় অপসংস্কৃতিতে ত্রিপুরা জাতির সংস্কৃতি বিলুপ্তির দিকে ধাবিত হবে।সবাই মিলে নিজস্ব সংস্কৃতি ও জাতির ইতিহাসে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, সচেতন করাতে হবে। কথায় ও কাজে ত্রিপুরা সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুরানো ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সচেতন মহলকে সজাগ ও এগিয়ে আসতে হবে। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সালকাতাল ক্লাবের সাবেক সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, খাগড়াপুর কাচার পাড়ার কার্বারী ললিত চন্দ্র ত্রিপুরা, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, মায়ুং তৈক্লু পাড়ার কার্বারী পূর্ণ মনি ত্রিপুরা প্রমুখ। সভা শেষে বৈসু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। পরে ভ্যালেন্টিনা ত্রিপুরা ও বিপুল বিকাশ ত্রিপুরা (বাচু) এর উপস্থাপনায় জেলার স্থানীয় ত্রিপুরা শিল্পীদের বর্ণিল পরিবেশনায় ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করা হয়।