“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে গৌরব, সাফল্য ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কক্সবাজারে জেলা মডেল কৃষকলীগ। গত বুধবার সন্ধ্যায় জেলা কৃষকলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রশিদ আহমদ।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জাতীয় পরিষদ সদস্য এমএ হাসেম, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, মো.জাকারিয়া চৌধুরী, কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান কাদের, অর্থ সম্পাদক গোলাম আরিফ লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.শাহাদত হোছাইন, পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক আব্দুল গফুর হেলালী, শহর কৃষকলীগ সভাপতি এরশাদুজ্জামান সুমন, জেলা সদস্য ইয়াকুব আলী ইমন, একরাম জুয়েল, ওয়াহিদ আল মারুফ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মনজুর আলম প্রমুখ। এছাড়াও, শহর কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা ও শহর নেতা আমিনুর রহমান বাবুল, সাইফুল ইসলাম, আরিফুল্লাহ নুরী, খালেদ নুর, মোহাম্মদ রহিম উদ্দিন, ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন ও এহসানুর রহমানসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষকলীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। কৃষক লীগের নেতা-কর্মীরা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি কক্সবাজারসহ দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বেশি বেশি কাজ করতে ও জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য এবং নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে একযোগে কাজ করার আহবান জানান তারা। এছাড়াও, আগামী জাতীয় নির্বাচনে কৃষকলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।