পবিত্র শবেকদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সংঘের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল আগের মতো যথারীতি সময়ে কার্যক্রম পরিচালিত হবে।