কক্সবাজারের উখিয়ায় গরুর মাংসের কথা বলে বিক্রি করা হচ্ছে ঘোড়ার মাংস। একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছে বলে এলাকাবাসীর ধারণা। মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা লাকড়ি বাজার এলাকায় জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উখিয়ার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জানতে পারি গরুর মাংস বলে বিক্রির জন্য মরিচ্যা বাজারের কসাই মাহবুব আলম তার বাড়িতে ঘোড়া জবাই করেছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাহবুব পালিয়ে যায়। পরে মাংস, লেজ ও ঘোড়ার মাথা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াকিন বলেন, মাহবুব কসাই এর আগেও বিভিন্ন স্থান থেকে ঘোড়া সংগ্রহ করে বাজারে গরুর মাংস বলে বিক্রি করেছে। পবিত্র শবেকদরকে কেন্দ্র করে সে এ ঘোড়া জবাই করেছে। চেয়ারম্যান ও স্থানীয়রা বুঝতে না পারলে আজ আমাদের ঘোড়ার মাংস খেতে হতো। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।