খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার ৯উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা) ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান করেন। সম্মান করেন বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে।এটি শেখ হাসিনার দুর্দান্ত সাহজ ও দেশপ্রেম।কেউ দয়া-মায়া করে দেওয়া দেশ নয়, এ দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে কষ্টার্জিত বাংলাদেশ।কাজেই শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঈদে সকলেই যেন হাসি-খুশি ও আনন্দে কাটতে পারেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় ঈদ উপহার দিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন জন বিভিন্ন দল-মত-জাত হতে পারে, কিন্তু এ দেশ সবারই। এদেশকে রক্ষা করার সকলের দায়িত্ব। সকল সম্প্রদায় মিলে মিশে থাকতে হবে। স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে হলে সকলে এক ও অভিন্ন হিসেবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য-নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মক্যচিং চৌধুরী, এম এ জব্বার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা।