খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস সংরক্ষণ করে তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার আহবান জানান। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক এ দিবসটি পালন করেছে জেলা আওয়ামী লীগ।