ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খাগড়াছড়িতে যানবাহন চলাচল ও সাধারণ যাত্রীদের যাতায়াত নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালতের ৭টি মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে জেলা শহরের জিরোমাইল বঙ্গবন্ধু চত্ত্বর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। জানা যায়, সড়ক পরিবহন আইন আইন এর ৬৬, ৭৫ ও ৭৭ ধারায় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিট এর জন্য যথাক্রমে মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত ৭জনকে জরিমানা করেছি। এমন অভিযান আগামিতেও অব্যাহত থাকবে। এসময় বিআরটিএ’র খাগড়াছড়ি মোটরযান পরিদর্শক কায়সার আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সুপ্রিয় দেব উপস্থিত ছিলেন।