খাগড়াছড়িতে পবিত্র রমজান মাসের ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সংকোচন নীতির আহবানে নিজেরা ইফতার পার্টি না করে সেখান থেকে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি খাগড়াছড়ি সেক্টর খাগড়াছড়ি পৌরসভার ঈদগাঁ মাঠে এই ইফতার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম, পিবিজিএম। অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় সংকোচনের উদ্দেশ্যে চলতি বছর ইফতার মাহফিল না করার সীধান্ত নিয়েছেন। এই আহবানে সাড়া দিয়ে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি ব্যাটলিয়নে ইফতার পার্টি না করার সীধান্ত নেয়। সেই খরচ বাঁচিয়ে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিমর্লেন্দু চৌধুরী, প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ, বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।