দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ এপ্রিল সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাকিল আহমেদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ রায় চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাব (কালিতলা) সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সভাপতি মোঃ নুরুর হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, বিটিভি জেলা প্রতিনিধি মোফাসসিলুল রাশেদ, ইউএনবি জেলা প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি তনুজা শারমিন, চ্যানের ২৪ এ-র জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ একরাম তালুকদার, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোটার মোঃ ওয়াহেদুর রহমান, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনসুর রহমান, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শাহ, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তারসহ প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক ও ক্যামরাপার্সনগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আমি দিনাজপুরে এসে জাতীয় ঐতিহ্য রামসাগরে গিয়ে দেখলাম দর্শনার্থীদের দূ’টি নৌকার খারাপ অবস্থা। দর্শনার্থীদের সুবিদার্থে জেলা প্রশাসনের ফান্ড থেকে দু’টি নতুন নৌকার ব্যবস্থা করে দিয়েছি । নবাবগঞ্জের আশুরার বিল সহ দিনাজপুরে যে সমস্ত পর্যটন শিল্প রয়েছে। এসবের উন্নয়ন করতে পারলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ ভিসন বাস্তবায়নের লক্ষ্যে স্মাট উপজেলা থেকে স্মাট জেলা রুপান্তরিত করতে পারবো। ভোক্তার কার্যক্রম জোরদার করার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সময় ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু মিনিমাইজ করা যায়, সেটা আমরা করবো। রাস্তার ধারে অবৈধভাবে দখলদারদের কারণে যানজট সৃষ্টি, সড়ক দুর্ঘটনা, পথচারীদের রাস্তা পারাপার সহ নানা সমস্যার ব্যাপারে তিনি বলেন, এসব সমস্যা ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস প্রদান করেন।