যুগের সাথে পাল্লা দিতে অবশ্যই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে হবে এবং প্রযুক্তি ব্যবহারে সকলকে নিয়ন্ত্রণেও রাখতে হবে বলেছেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। গত রবিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার আলী শাহারিয়ারসহ অনেকে। এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের প্রয়োজনের অতিরিক্ত এসব ট্যাব সদর উপজেলার ৬৫ টি সরকারী ও এমপিও বিদ্যালয়ের মোট ৩৯০ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।