৭ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নিমিশেই পুড়ে যায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান। এসময় আতংকিত লোকজন ছুটা-ছুটি করে আপ্রাণ চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রন আনার। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে সাদুল্লাপুর উপজেলা ফায়ার সার্ভিস এবং গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস দলের সদস্যরা দ্রুত ঘটনাস্হলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার সম্পদ পুড়েযায়। হাট লক্ষ্মীপুরের স্বরণকালের ভয়াবহ অগ্নিকান্ড এটি এরআগে এমন ঘটনা কখনও দেখেনি এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত মানুষ জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণ নিয়ে সংরক্ষন করা হয়েছিল বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য। আমাদের সব পুড়ে ছাই হয়ে গেলো। আমরা নিঃস্ব হয়ে গেলাম,কি করে সংসার চালাবো,আর কিভাবে ধার – দেনা পরিশোধ করবো। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান ঘরগুলি পরিদর্শন করেন আওয়ামী লীগ এর সদর উপজেলা সাধারণ সম্পাদক মৃদুল মোস্তফি ঝন্টু এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। স্হানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সদর থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।