খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষেদর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বৈসু, সাংগ্রাই, বিঝু)’ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বুধবার (৫এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্বে প্রস্ততি সভায় পরিষদের নিবার্হী কর্মকর্তা টিটন খীসা সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন, পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। সভায় বৈসু, সাংগ্রাই ও বিঝু’ উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপনে আগামী ১১এপ্রিল সকালে আনন্দ শোভাযাত্রা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় এ উৎসবে সকলের অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দরভাবে পালন করা যায় সেজন্য সকল জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।