বগুড়া ধুনটে জনৈক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির ঘটনায় ফিজার সরকার (৪৮) নামের একজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার ধুনট সদর ইউনিয়নের পারধুনট গ্রামের পূর্বপাড়া এলাকার কোমল সরকারের ছেলে। মামলার এজাহার সুত্রে জানা যায়, ঘটনার দিন গত শনিবার (১ এপ্রিল) পারধুনট গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী বাড়ির পাশে শ্যালো মেশিনের পানিতে কাপড় পরিস্কার করতে যায়। সেখান থেকে ফেরার পথে ফিজার সরকার ওই প্রবাসীর স্ত্রীর হাত টেনে ধরে শ্লিলতাহানী করে। এসময় প্রবাসীর স্ত্রীর ডাক চিৎকারে ফিজার পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে, গত ৩ এপ্রিল সোমবার ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে রাতেই ফিজার সরকার কে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলার বাদি জানায়, স্বামীর পৈত্রিক ভিটায় জায়গা সংকটের কারনে ছয় বছর আগে আলাদা স্থানে ঘর নির্মান করে ২ সন্তান ও শশুর, শাশুরীকে নিয়ে বসবাস করে আসছি। আমার স্বামী ৫ বছর আগে কর্মের তাগিদে প্রবাসে আছে। আশে পাশে কোন বাড়ি ঘর না থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ভূগছি। ধুনট থানার উপ-পরিদর্শক এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে ফিজার সরকারকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে।