বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফয়সাল হোসেনকে সভাপতি এবং আর রাফি রুদ্রকে সাধারণ সম্পাদক করে ১৪ বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ১ম অধিবেশন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাজেদুর রহমান অন্তু।সম্মেলনে কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ইভান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ। এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুব রহমান, শিশির শীল নেপাল, তৌকিক হোসেন তুষার, শাহারিয়ার সুইট, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রনি, আরিফ হোসেন, সৌরভ গুপ্তা এবং সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক সজীব ও সোহেল রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রকি ইসলাম, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক সহ কয়েক শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় অধিবেশনে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে মেধাবী, যোগ্য ও পরিশ্রমী কর্মীদের মধ্যে কমিটি ঘোষণা করেন কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুদ পারভেজ।