গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরকৃত জমি ও গৃহ নির্মাণ কাজের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০ সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা”র নিজস্ব তত্ত্বাবধানে আশ্রয়ণ-২ প্রকল্পের ২,৯৮,২৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। সুন্দরগঞ্জ উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট,রামজীবন ইউনিয়নের খংগুয়া, চাচিয়া মিরগঞ্জে আশ্রয়ন প্রকল্পে থাকা ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলো তাদের বিভিন্ন সমস্যার কথা এ প্রতিনিধিকে জানান, আমাদের মাথা গোজার ঠাঁই ছিলনা ছিলনা ঘর -বাড়ি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জমি দিয়েছেন ঘর দিয়েছেন আমরা যেন ছেলেমেয়েদের নিয়ে এইঘরে ভালোভাবে বসবাস করতে পারি। দুঃখজনক বৃষ্টির দিনে আমারা এই ঘরে থাকতেই পারিনা,ঘুমের মাঝেও দেয়াল থেকে খঁসে পরে বালু,ভয় লাগে দেয়াল ভেঙে গায়ে পড়ার। এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান প্রথম ধাপে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কম থাকায় কাজের মান খারাপ হয়েছে। খসেপড়া গৃহের দেয়াল গুলো প্লাস্টার করা হয়েছে। সাময়িক ভাবে তা ঠিক করা হলেও পুনরায় একাধিক ঘরের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। চর কাপাশিয়ায় আশ্রয়ন ২-প্রকল্পের গৃহ নির্মাণ কাজে ব্যাবহার করা হয়েছে ৩ নাম্বার ইট এবং রাবিশ খোয়া দিয়ে পিলার এবং মেঝে ঢালাইয়ের কাজ করা হয়েছে । ল্যাট্রিন তৈরির রিংস্লাব গুলিতে সিমেন্ট কম দেয়ার ফলে তা এমনিতেই ফেটেভেঙ্গে মাটির সাথে মিশে যাচ্ছে। ৪র্থ পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের কাজ চলছে সর্বনন্দ,সোনারায়,রামজীবন ইউনিয়নের কে,কৈ কাশদহ ও চাচিয়া মিরগঞ্জে গৃহ নির্মাণ কাজে ব্যাবহার করা হচ্ছে নিম্নমানের কাঁঠ ২/৩ নাম্বার ইট। মেঝেতে দেয়া হয়েছে পুরাতন ইটের টুকরো এবং রাবিশ খোয়া। এলাকাবাসী জানান কাজের মান খারাপ বলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন সরকারি কাজ যেমনটি ইচ্ছে হবে। কাজের ওখানে কেউ গেলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি এপ্রতিনিধিকে জানান নিকটবর্তি ইট ভাটা থাকা সত্বেও কোথায় থেকে যে এসব তিন নাম্বার ইট ও নিম্নমানের খোয়া নিয়ে আসেন ট্রলিযোগে। জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন সুন্দরগঞ্জের সচেতন নাগরিক।