খাগড়াছড়িতে “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” প্রতিপাদ্যে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও রোগীদের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগমের সঞ্চালনায় পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহবায়ক শাহিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন। এসময় তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, শহর সমাজসেবা অফিসার নাজমুল আহসান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভাশেষে আবেদনের প্রেক্ষিতে ক্যান্সার, প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগীদের চিকিৎসার জন্য ৫০ হাজার (প্রতিজন) করে মোট ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিরা।