কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১ ২০২৩-২৪ মৌসুমে আউশ ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীন (উফশী) জাতের ধানের বীজ ও ইউরিয়া সার বিতরণ করা হয়েছে। রোববার (২এপ্রিল)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতিজনকে ৫কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন সহ উপকারভোগী কৃষকেরা এসময় উপস্থিত ছিলেন।