‘কক্সবাজারের খুরুশকুলে হচ্ছে দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। জুনে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চীনের অর্থায়নে প্রকল্পে ব্যয় হচ্ছে ৯ শ কোটি টাকা। বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে। জেলার সদর উপজেলার খুরুশকুল, চৌফলদন্ডী ও পিএমখালী ইউনিয়নে নির্মাণ হচ্ছে ২২টি উইন্ড টারবাইন। যার এক একটিতে বিদ্যুৎ উৎপাদন হবে তিন মেগাওয়াট। বর্তমানে প্রকল্পটিতে দেশী বিদেশী চারশ’র বেশি শ্রমিক কাজ করছেন। চীন থেকে আমদানি করা ১০০ টন ওজনের ক্রেনে তোলা হচ্ছে ৫০ টন ওজনের টারবাইন। যা ১১০ মিটার লম্বা টাওয়ারের ওপর স্থাপন করা হচ্ছে। বেসরকারি উদ্যোগে নির্মিত বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আগামী জুন মাস নাগাদ উৎপাদন শুরুর আশা করছেন বায়ূ বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মানিক আহমদ। কক্সবাজার জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৫০ মেগাওয়াট। এই কেন্দ্রে উৎপাদিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে কক্সবাজারের গ্রীড লাইনে বলে জানালেন, বায়ূ বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল কাদের গণি। কক্সবাজার খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানালেন, প্রকল্পের কাজ শেষ হলে লোডশেডিং সমস্যা থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। ২০২১ সালের ৩১শে মার্চ খুরুশকূলের বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।