জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল দক্ষিণ গোয়ালী ভিটা গ্রামের মৃত সোনা মাষ্টারের ছেলে আমিনুল মাষ্টারের মেহগনি বাগানের ভিতরে কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় গত ২৯ মার্চ বুধবার বিকাল ৪ টার দিকে ৮ জন জুয়াড়ি কে জুয়া খেলা অবস্থায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন জামালপুর জেলার দেওয়ানগন্জ উপজেলার আমখাওয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (২৬),একই উপজেলার লংকার চর গ্রামের বাসিন্দা মুকুল মিয়া (৩০), জাফর মিয়া, কান্দির গ্রাম গ্রামের বাসিন্দা নোমান মিয়া(২১), দক্ষিণ কাঠার বিল চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা শফি আলম(৩৩), বাজন আলী(৪১), গয়ের ডোবা গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৩৪) ও একই উপজেলার বাসিন্দা সাপমারী গ্রামের মোঃ হারুন মিয়া। জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলীর সার্বিক তত্ত্বাবধনায় এস,আই,গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ একদল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ৮ জন জুয়াডী কে আটক করে এবং বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গত ৩০ মার্চ বুধবার আটককৃত ৮ জুয়াড়ীদের কে কোর্টে প্রেরণ করেন জামালপুর জেলা ডিবি পুলিশ। এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি কে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।