দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে নির্বাচিত ২৫০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাট বীজ বিতরণ করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র, ১,২ ও ৪নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন ও যুবলীগ নেতা সাজু হায়দার। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র জানান, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৬শ কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে গিয়ে তালিকভুক্তদের মাঝে ১ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উল্লেখ যে, ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে উপজেলা অফিসার্স ক্লাবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।