
সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়ায় আসছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।’
গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ছাড়াও পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। আবদুল মালেক নামে এক আইনজীবী ওই মামলা করেন।
ওই মামলার আগের দিন মঙ্গলবার (২৮ মার্চ) রাতেই তাকে সাভারের বাসা থেকে তুলে নিয়েছিল সিআইডি পুলিশ পরিচয় দেওয়া একদল সদস্য। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শামসুজ্জামানের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেছেন গোলাম কিবরিয়া নামে যুবলীগের এক নেতা। ওই মামলার এজাহারও গণমাধ্যমে প্রকাশিত হয়। সবশেষ বৃহস্পতিবার রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়।