গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ্ গ্ৰুপের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌচেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২৮মার্চ) বেলা সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ্ গ্রুপের কারখানায় একটি সেডে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার বিষয়ে বিসমিল্লাহ স্পিনিং মিলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে কারখানার পশ্চিম পাশের একটি শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার পুরো শেডে ছড়িয়ে পড়ে। শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করেছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সাড়ে ১২টার কিছু সময় পর আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।