রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সোমবার (২৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাঠানো হয়। পরে আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাকি একটি ইউনিট ফেরত আসে।
এর আগে সোমবার সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর এই বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে দেড় ঘণ্টার আগুনে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বস্তিতে থাকা অনেক টিনশেড ঘর পুড়ে ছাই হয়েছে।