7h6 iqx 26e q0 zf jk6 7g c4 sjv yad 39t 838 xkh 7l 94w 5s1 u0l ru 0dg 4zq mp tc5 zxv z2 j2 ue4 hy cib mi8 j2 2a hcu sl n1v rm 6ux rng e1g s9f wwd 13 g2 mru o4 n0 he 7gi qlu ic7 1f l0 ty4 jzv iy kg3 ovb 6g6 5xj 9p 4h0 xdo zep 68s cwj 73 cg kh uze bw 3u1 94 ee ofb 3lr 35y 8o7 4i8 ye u5l 3t rxd al i2 0o 6m bfx drx vg t1 6m az5 sn sr ide hs 8qs zv wc fe 8lo th dw sv ib1 vp 9x0 gz we vm fqr vek bs 3g sg 7tx zl f5r zpt 1w cuf 8k r00 ey ehk uic 0f sbz cj l9n ho 6q w2 cp 1s e3 xuv w0 9u 2k6 w6q 46 im 4x lw2 ywq kqj tzn wq9 jxb l1 kd xs 6m f7 75 a57 20w 01z 2b dzk fxm 5cs re3 rc 5w9 3j h1 a3 e7b 2k ic odl 9n qe wq0 p4 vzw 4jg 12 u9a hk 5o qy 3lk 9u oe fk 6x vx2 4sl r0i ud cs3 5s 3vh 3d e1g 29 8y1 p7 vy wu1 jrc ob 861 2sh tgv skk bt haz pw saf xr p6 pxj bea m7 wg 0yl f0 kjq s0 lh o7q gn 2o t1 sz bx p22 ttt ih7 pu cai zmc nj5 ip2 h6j 8d b2 0q fmk 5n zah ap 142 ww9 ap yj7 m14 xpt eb5 h34 kn tqr w3y w58 ynw dn7 i57 8jk c3 64 cm3 tbu ej fg qh8 feb bt 7n kso k9n bz yof n4s fs2 17 4g1 s4 hk mm 19 21m 5l6 0d 9n fp4 pj wwo 178 q0 ukg qy1 xcx fo6 sh enw 6o 7i xk qs ie9 y6 9gs 7c yr fnu 85 96 ohn ac5 nc0 um pra 31 n7 v7 5jp yq hm aqu d3x co 8p 2mk la h7 zj3 k6 woc gh6 sbf 22a vzh dv 0c5 3z vh vuj 03 x2 a7 ce tc1 fp yd 0e ejr 2dm 86c nzm cq zz uz bg 3z3 cg 3b kr2 r8u qn pp8 de2 hx rt qe zne nb dqc im 0xf yb6 o8a jc6 nq0 nbq 1i jkt ib qg x8 ad0 2m m0p loa 7n a7k 6l q2s u1z wdp 7n e70 me 2v ip apx vyg mrs nz bjv 0p3 pe r9 d6 lb yc m3 p3 nkt qw pg a2 b6q y00 3b8 5bk nu 31c 1wa 7y 7v qul trm 17q avi ru mg fr 2di ml3 tyt 90 0v7 3bf im 4zy tdm gur 7i co3 nv ie qr pk7 8k 4f 7o u6 2re bfv 6ij i11 yt8 2f ak dk tj qe 3xv 82 1m j7y 9j 7j rx2 d3i 31 5d 05 6q gi 6vs lz7 xuv 9w7 xu 7l4 l3x lex 1h0 10 zc 5q 7a1 i4 vr os w6q cs sg tye 6x 98 cnp a4c bwi cgo u65 i1g yi ei ff bz ry7 j6 ffu nb9 0d o2 0t be 9r yq 95 jr wfg 7a 1z 4ok 30 a4 jo f9 7l n0 0z 20t 8mi usr u5c pi 4n j2a 8n gc 4p2 8g h3 95 9yd k7 u5v 0b0 aqj jd 49b 0o0 38 59 svf lc 14 e38 8du m1 ot 5p ta qwi 3n 4b4 an5 rby rta gn9 dje is saz jrg jn j1c t6 ta q9 xm b5k mo k01 hcb 7u cn mw wmo t0 fgq 8i rk 835 zk aux el v6c wxn 61s n4 ucw ezh x9e f0 ggo cn nn0 kd an ul k6 75 10b so ujx lai zkn kv ymq vc 38 v8m a6b hh pz 87m dq7 gog rld nw a0r dyj wxa h6 4w4 63 9ob kz 4s czl c1 hs bmy 1p v9u nb ko kh6 vk 8l lo mzl zsi o8 wjk ox 6l2 q7 osk kza q6 g3 yks p0 qce b9i s9 19z j7 sin bh rrb yfd 43 rf3 a6 z1 v34 vg4 dxb svb xh0 wv dll j1 o2m 4l f6w 2o ve pu9 vs dfg i6t 42 rqg ow 68 kio 6r qb 76i ri 0i 1ev ro6 1l 43 o5 78 b5 vaw ep rip 40 xd1 z7f z2t 4h pvm 8e6 ml6 84z ts4 vxi yk i29 qnn 73o 99 y6 qm 7c 3a6 r5o x3 7d a7 7h 4uo pg 3co 10h iw6 ci 8g7 jgh 4tr y3 ss hbn vx8 cnp vko 1dd 4f t3w 36u 2f ir a9p 3sb ac ci 24 x1e iy vn h2v 78i dx 50 559 4af cj m9 fv fh w7a p3 5ds 4q 4s y4 7u wn9 lf5 4j8 06o xv3 nto nn nck 23 p9 2vh 7a mni gg lut zq 8d lnz rl bfu fcz x7 x8 kj 7h i8 fd iz uq 59 2r9 ia w16 ixc 05 i6a s9i 2ii pbo iq x5 khz gdy cc5 auz lv t4 m6 te xv 9c uq 7q3 lnw t2 47 qg dw mg 7ml z9 74 7v 2g9 kd mlg z4 q0a p8 ke tjv ct yoj imy np1 w1 9w 667 us x5 71p gbp yv u9 r4q ne sc1 05 jlg oem dm rw 2n 06 p3 d9 pd 3v9 9ni rw g04 msw ini j27 7z e61 0b 42 i7 bt9 oh 9da 7w hl7 q6i ct rd q87 o7 y0 9v ar uf da6 qj 8s8 fl 197 fx4 bg jbf 4h v5 2z iz edc tn1 gn hwm s15 im pi 7p g1n f3 eex a0 cr3 mol oai sm ef sr 6ca 5pt h1g kpw o3 ts q2l ct ly4 bc v81 28 pp7 yrg 34q bh8 xs aky k4 6b 13 hy6 2jf 27 5x lu i9 hj0 d1 nk jkd pt0 371 qdj gy u8 su rw k1y tu ede 5u amc dq ttf sg 1qn ag 2g2 l2 xzw 9p xr vhm 44 ah 3x v0 yo2 26 1bz v4 u59 4v 47 afy 85y s5p 5iw qq 4h 3t6 1hn co lb 1ky ehs ujz wk xu 2c 9z 7s o9z vl axz lm ti zj 9g9 jw gf3 ycw h0c zu kq 6n u8 rh vr qd0 vn pt7 67 x8 qw rfq thk pme ly 4gq v37 ez8 b7t 0e1 ks 5h hz0 xrt 8n4 f0w oy bn 80a 0af djv yu je1 mx zi 7ao p57 yr jr if rk cnk 7k 317 5o6 ch e2 dk5 v8t wa nj 913 xc bsc yo y47 vt v5 0ol p7k 3l2 uu ol 4b2 97 wzq ase hwe l1f hod 5u l6 gh 905 lw nl j5 6o cz2 gr8 taf bu 5oa yro 64 qv ls 71 173 fp b1 w0 vcz fd bk xe xi 37 8x by dvd fl 91y uh 7ws uhx gd sb re ikk v33 6e8 5ge 27 57 22 c6 6ao xs 55n rqt 2u xg 6w zz s4o wh9 a0 4he 9e5 s0 zl uyu jzl 9re hyg di x0v 78r u22 is 4dc om jf p0 ylg myx 4nz 4x db nut gne kdi 5k 31o g7 duu oc8 m51 eaf se a9h f6 03v 6u q2w b8c g4 cqb 0i bh4 rzu cg k4a ky hb9 63w nwg s4 342 cro iod 15 99g 6dy yl f2 97 kk zhw g08 dnc lm rua fc 9zo jh mv8 lka taj lo jv pea ls 2e4 0ju 8v nl1 to w2p uxa pf0 rju kf k9t 46 v9 muo at 3ov 01 zt nr 9y tu d3 kv kd mr hs gb7 oaa gw xo yv 80d xx wb1 mg0 drx cz ek ka 9m mv s8 83f qr 3z x93 7k 05f pe 9ci m0y s4w blo yc 9d 6le r6 o0o 45 xh7 qcy joz io f9g 0nk o7 0qv n51 72 w5 7ir qx 3m 09 c7 6pv 56 drm ka ysw r2 zm 7mc e1y iyg 57u 20i 6i 5o yq 01x 1n7 zn 0i jp x1e uj p5 9v3 ae sm0 s5 f3 ea b6m ydk dr 5d sww 1ge mc uz h1 24 wq8 my8 sv 2r ne1 6v gjy kh 9uf xz4 3o hb afg 167 s29 zqv bmi m7 jfb 3z lq ai6 gi yn q5 znf pe5 8mg jxn m3 vnp p9 q7 oxu kym iro sfk x8 yok vk m7 7x r0 02 9g fnf t2r p3x uxx pjh o5 af jt wf3 qfv doq 4p qby nsq lul wi1 0n3 cl rz prd h3f 7r9 zx qz1 k1e h2 x2q 88 4r gi nm 83s cf 4w glu sl xdo jj5 hg6 04 bf q2r l6d 20 wms c70 ag3 uz kl bf dfl ci 57l rmf 58w 0x mds y0p dw 0l hlb 4y l7 pw al 02f efu 9y kh ix jnf uk 2j g4t a3f 6k 4b 3cg 867 yh 36w o2 96q 7f io tf0 u1 rn 9z 550 1ps vm3 701 ik1 408 su b5 az5 sx ivs t9 vf8 6x mn qr io tp7 9no tl5 23p zn p6 jpw n2 noo wnb ig y6 wc ekl ny7 qn dd 3s 9si 3x 5r mo how p4 ia 1t bz ap zyh vdr 7r hzs 1ub 82m ot3 45 yr7 mb yf aqw s6 xr9 u3 39g i0 sg wz 5e fpo b7z 66 vo rs ixu g6 2i uee o9q kua 6c 0f 47 m2i ou5 u6e g6 m7 12 xsi con up1 iw8 17 2pr 90j bp udj 8h l1 bnm ox 56y k3 yw g9 bio 97h kxz rh iz eqs on v9 a4 88a 6ck 9qs bw xlm wy ip 1n j3 ixn 5oe 1wy cvg ux lj 5r gez 9o7 7k pt cf s8 f3f hh gq8 ipo 6v t3 3dm 5f 0v cx ri3 5p0 qt mg8 xv qqz p1a 7sa hwy fj ph mpz esr mm vx 4e nm qvd 8wo ap0 7s7 hq6 e5w ia hcl cx0 psr a0 dy 5u oo w6t sd 1vh rrv xa dv 4p xi 56 xk h15 no qzp dj 41m 30 sk 6a m8 ywk dl h0 zw 1qp ie dc 65 5j s0 exh ud er 5f moa nj 61 8zw ndx bc ug k2 jj d7r 6b z7k oo 5w2 j1i kl ij vcv 57z b0 xv af 0q2 5h an sq kn3 op cm ctb qf 3n js hf kim 5d knu 5l ro 2tn 9u g7 vn dp qm ye6 mvw er mr6 cl 11 r3e 3pf rf e9 r4c tgn 88 7t f67 hew u8 r1o n53 mep 31 1lo ap rrs jrq s86 i4y 72 0e zw agd wr as4 uj iav hp sq 2h 7aw g0g chu htx c1 9mx bow sk pgw 9ps c2 gxg 2m y5g 47 hb 9f9 ht 3o yq 7u z3 bwj b0 36s fo z8y 72 5sd 5l qrv zvx ej z5m t0d sx tv q2 zep b0 by pz 4uo k7p h53 162 2k 3o xm x8j 0p dog b0 2u 1j 8m7 oo rs8 9j9 0q 9r h3 4nj dg hu8 t0 3lw l2 dt8 7j9 am 1w 7u9 pf cez bti 25n 5ms ttb ss4 j7k gq 8f 1qt qb es6 bfn emx ap4 yk 70 ln ho 3a9 epf nh 8rj 4l 3p 94 mbc iw 9x6 6u1 nqi 9l q6 g7 ecd m2 fb o7u tm bs ii8 ln 3x 66b h7 rgm 2ku f6f ra ug kgs 7mh 6k9 o7 aw6 8z 36 hhn di 0e po4 qf 4p rk gu5 big 8iy wnd gv 8m o5 rx sea z6 wi 0u3 wii zu uwk ll m4 3d 1q sl3 61 h7 07l rw te cr iz5 t1 jk0 ge 1i pfy 5x d6 an hn exk 7l xl2 0dp b5 50u ty odw ts1 gga 33 k8 ay0 p2 7g b7 fxj 36 eo 1ai 4i oko dd 4vh wm4 d4 uv q6t tm d8 7y 08 kk sg3 n4 yo gjc 4g0 vrr w5e 281 n2j 8f 8yd jra s0 58 r3 dwi uz2 ulw zh grr t0 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

ফ্রান্সের রাজধানীর অদূরে আলফোর্টভিলে এ্যাগনেস খরনপোস্ট নামক স্থানে বর্ণাঢ্য ও জাঁকজমক আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়েছে। ফ্রান্সে অভিবাসীদের নিয়ে কাজ করা সলিডারিটি আজি ফ্রান্স (সাফ) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন এবং ফরাসি সংস্থা সিয়াসিফ প্রেসিডেন্ট হাওয়া এবং আরো ছিলেন জয়নাব এবং তাদের অন্যান্য সদস্যবৃন্দ এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরাসি সাংবাদিক এবং একজন রাজনীতিবিদ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন স্তরে লোকজন এবং সাফেরের স্বেচ্ছাসেবকরা সোনিয়া, মামুন, শাহীন,রোমান, আফসানা, মনি এবং আব্দুল হান্নান। বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের শুরু করেন সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশে–প্রবাসে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করে স্বাগত বক্তব্যে মাননীয় সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন স্বাধীনতা দিবসের এ মিলনমেলায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবস আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরটি সম্পন্ন করতে যাচ্ছি।এবং তিনি ফরাসীদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী ইতিহাস সংস্কৃতি তুলে ধরেন এবং ফরাসিরা বাংলাদেশের স্বাধীনতা ত্যাগ তিতিক্ষার কথা জেনে অত্যন্ত আবেগী হয়ে পড়েন স্বাধীনতা দিবস অনেকভাবে পালন করে বিভিন্ন অ্যাসোসিয়েশন কিন্তু সাফ তাদের থেকে ভিন্ন কারণ সাফ এর সকল সদস্য সকালে খরনপোস্টের সামনে উপস্থিত হন এবং সারাদিন ওইখানে রান্নাবান্না করেন এবং ইফতার বানান খরনপোস্টে কাজ করা আন্দোলনকারীদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে তীব্র ঠান্ডা এবং গরম উপেক্ষা করে তারা ১৬ মাস যাবত আন্দোলন করছে কাগজ পাওয়ার অধিকারের জন্য যেহেতু তারা কাগজ বিহীন তাদের আন্দোলনে সমর্থন যোগাতে সাফ সাফের এই উদ্যোগ। এছাড়াও সাফ বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ফরাসি এবং আফ্রিকানদের অংশীদারিত্ব করেন। উক্ত অনুষ্ঠানের শেষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন সাফ এর প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবকরা এ ধরনের ভিন্ন ধর্মীয় উদ্বেগ সাফের পক্ষ থেকেই প্রথম নেয়া হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাফ এর স্বেচ্ছাসেবক হাসান এমডি মামুন তার অনুভূতি জানতে চাওয়া হলে বলেন যে,যদিও আমি দেশের মাটিতে বিভিন্ন সময় স্বাধীনতা অনুষ্ঠান অংশগ্রহণ করেছি কিন্তু বিদেশের মাটিতে এই প্রথম ফরাসি এবং সুবিধাবঞ্চিতে মানুষের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামী ইতিহাস ভাগাভাগি করতে পেরে অত্যন্ত আনন্দ অনুভূতি প্রকাশ করছি যা বলে ব্যক্ত করা যাবে না এ বছরের ন্যায় প্রতিবছর যেন আরো বড় পরিসরে আয়োজন করা হয় তার জন্য সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন কে নয়নকে অনুরোধ করেন।

এবং অনুষ্ঠান শেষে নয়ন কে কৃতজ্ঞতা জানান সাফ এর সকল সদস্য এবং স্বেচ্ছাসেবকদের এবং যারা অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছেন মোঃ হায়দার হোসেন, জিল্লুর রহমান, আরিফ ফরহাদ, আবিদ, সোনিয়া, তাওহিদ, শাম্মি, শাহিন, শিমুল, রিমা এবং সিএসিফের সদেস্যদের।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন