বগুড়া ধুনটে বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২৪শে মার্চ শুক্রবার এশার নামাজের সময় মোঃ চাঁন মিয়া ফকিরের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৫) ব্যবসায়িক কাজ শেষ করে চাচা মোঃ ওসমান গনির ছেলে মোঃ বিটুল (৩২) সহ কান্তনগর বাজার থেকে বাড়ী ফেরার সময় পথিমধ্যে হাঁসখালি বাজার সংলগ্ন শামীম হোসেনের ছ’মিলের পার্শে ওৎপেতে থাকা ঈশ্বরঘাট গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে মোঃ বেলাল হোসেন (৪০), মোঃ হেলাল আকন্দ , বেলাল হোসেনের ছেলে মোঃ রিফাত (২২), এবং মৃত আছের আকন্দের ছেলে মোহাম্মদ আলী (৫০), মোঃ জামাল আকন্দ (৪৫) গণ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র সহকারে অতর্কিত হামলা চালায়। এতে আলমগীর ও বিটুল মারাত্মক ভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিটুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আলমগীর হোসেন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলমান তবে আলমগীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ২৫শে মার্চ দিবাগত রাত ১২.৩০ টায় মামলার ১নং আসামি মোঃ বেলাল হোসেন নান্টুকে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের আত্মীয়বাড়ী থেকে গ্রেফতার করা হয় এবং ২৫ শে মার্চ দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । এ বিষয়ে ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, ঘটনা অত্যন্ত স্পর্শকাতর তাই রাতেই জরুরী একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।