প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন গৃহহীনদের মাঝে ঘর বিতরণ কর্মসূচীর আওতায় সারা দেশে ৩৯ হাজার ৩৬৫ জনকে নতুন ঘর প্রদান করা হয়। সকাল সাড়ে ১০ টার গণভবন থেকে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরই অংশ হিসাবে কক্সবাজার সদর উপজেলা ২১৫ জন ভুমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হয়েছে। এ সময় উপকারভোগীদের মাঝে ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হয়। বুধবার (২২ মার্চ) সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত ঘর প্রদান জমির দলিল হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অনেক উন্নত দেশের সরকারের পক্ষ থেকে গরীব অসহায় মানুষকে ঘর তৈরি করে দেওয়া হয় না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জানেন মাথার উপর ছাদ না থাকা মানুষ গুলোর জীবনের কষ্ট। তাই তিনি মানুষের মৌলিক অধিকার গুলো পূরনের সব সময় চেস্টা করেন। এ সময় শেখ হাসিনার উপর সব সময় আস্থা রাখার জন্য সবার প্রতি আহবান জানান, একই সাথে কোন গুজবে বা মিথ্যা প্রবাকান্ডায় কান না দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘর তৈরি করে জমির দলিল বুঝিয়ে দিয়েছেন এখন সেখানে থেকে উন্নত জীবন গড়ার দায়িত্ব আপনাদের উপরে। আসুন সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, কেউ আমাদের সামান্য উপকার করলে আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকি সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন ঘর আর জমি মালিক করে দিয়েছেন তার জন্য আপনাদের দোয়া করা দরকার। একই সাথে উনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, ঈদগাও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সরকারি কর্মকর্তা সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নতুন ঘরে পেয়ে সকলে উচ্ছাসিত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ কতৃজ্ঞতা এবং ধন্যবাদ জানান অনুষ্টানে আসা উপরকারভোগীরা।