শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাসহ ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মূক্ত ঘোষণা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২মার্চ) ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে শেরপুর জেলা প্রশাসন ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে তিনি এ ঘোষনা দেন। সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১ম পর্যায় হইতে ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাসহ ৩টি উপজেলার সর্বমোট ১৮৭০টি ভূমিহীন-গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল, প্রান্তিক পরিবার পুনর্বাসিত হলো। শেরপুর জেলার ভূমিহীন মূক্ত উপজেলাগুলো হচ্ছে যথাক্রমে ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী।
এ উপলক্ষে ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ^জিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, হাতীবান্দা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সুধীমহল, সংসদ সদস্যের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭টি জেলা এবং ১৫৯ উপজেলার ৩৯হাজার ৩৬৫পরিবারকে ভূমিহীন ও গৃহহীন মূক্ত ঘোষণা করেন। সারা দেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৭৫টি, নকলা উপজেলায় ১৫০টি ও নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদেরকে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে শেরপুর জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি উপজেলায় ১ম- ৪র্থ পর্যায় পর্যন্ত সর্বমোট ১৮৭০টি ভূমিহীন-গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল, প্রান্তিক পরিবার পুনর্বাসিত হলো।