বাংলাদেশের সর্ব প্রথম ভিক্ষুক মুক্ত উপজেলা কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন।
গতকাল বুধবার (২২ মার্চ) সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে কিশোরগঞ্জে ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর ই আলম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে নীলফামারী সদর উপজেলা পরিষদ হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে নীলফামারী সদরে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। এবার নীলফামারী জেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ ধাপে প্রধানমন্ত্রী উপহার ঘর পেলেন মোট ৬৭৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন