“কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাওয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৮ মার্চ শনিবার সিপিবি’র ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ফজলে খোদা হেলন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন,বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুল হক,রানীশংকৈল উপজেলা সাধারণ সম্পাদক দিজেন্দ্র নাথ রায, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য মুসলিম উদ্দিন,হরিপুর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য প্রেঙ্গুলা রাণী প্রমূখ। বক্তারা অবিলম্বে পল্লী রেশনিং চালু, ষাটোর্ধ্ব মজুরদের জমা বিহীন পেনশন চালু, সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা, গ্রামীণ বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের লুটপাট বন্ধ করা সহ নানা দাবি জানান।