ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৯ ইউপি সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ

পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৯ ইউপি সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে গাইবান্ধা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল নির্বাচিত হওয়ার পর থেকেই কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাৎ করায় উক্ত চেয়ারম্যানের অনাস্থা চেয়ে অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৯ জন সদস্য গত ১০ জানুয়ারী-২০২৩ তারিখে গাইবান্ধা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি-২০২৩ অত্র ইউনিয়ন পরিষদে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্তকার্য পরিচালনা করেন। তদন্তে চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিভিন্ন অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় আজ ১৯ মার্চ সকাল ১১টায় পবনাপুর ইউনিয়ন পরিষদে অনাস্থা প্রস্তাবের উপর বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য্য আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল অভিযোগকারী ৯ জন নির্বাচিত সদস্যকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে বলে জানা যায়। ফলে নির্বাচিত ৯ ইউপি সদস্য তাদের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৬ মার্চ গাইবান্ধা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন