
গতকাল শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে জেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংঙ্গিতের সাথে সাথে পতাকা উত্তলন করে পরে উপজেলার বাংলাদেশ অওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর সভাপতি ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মাননীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এবং জেলা কারাগার,সড়ক জনপথ,এলজিআইডি,গনপূর্ত বিভাগ,জেলা আইনজীবী সমিতি,বিভিন্ন স্কুলের কোমলমতি শিশুরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জুয়েল মৃধাসহ যুবলীগ,কৃষক লীগ,ছাত্রলীগ ছাড়াও জেলার সকল পেশার মানুষ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।