
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ শুক্রবার ১৭ই মার্চ ২০২৩ইং তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-সকাল ৭টা ৪৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টা ৫০ মিনিটে ক্যাম্পাসের বটতলায় বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত আলোকচিত্র প্রর্দশনী, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ফ্রি সার্জারি ও ফ্রি রুটিন ইনভেস্টিগেশন (যেমন: সিবিসি, আরবিএস, এস ক্রিয়েটিনাইন, ইউরিন ফর আর/এম/ই), সকাল ৮টা ৩০ মিনিটে ওপিডি-১ এর ৩য় তলায় ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা ও শিশুর পুষ্টি বিষয়ক ক্যাম্প’ উদ্বোধন, সকাল ৯টায় ইপনা-তে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ৯টা ৩০ মিনিটে ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা, বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬টায় এ ব্লকের অডিটরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় উক্ত কর্মসূচী পালনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।