মেহেরপুরে আমদাহ ইউনিয়নে দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হচ্ছে। মামলার জটিলতার কারণে এই ইউনিয়নে দির্ঘ ১২ বছর পর ভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটাররা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ভোট দিতে দেখা যায়। ভোটারদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতির হার বেশী। ইভি এমএ ভোট গ্রহণের ধীর গতির কারণে ভোটারদের দির্ঘক্ষণ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখো গেছে। দুপুর ১ টা পযন্ত বেশির ভাগ কেন্দ্রেই ৪০ ভাগ ভোট পোল হবার খবর পাওয়া গিয়েছে। আমদাহ ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে সকাল সাড়ে নয়টার দিকে খন্দকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারুল ইসলামের চিফ এজেন্ট ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির সদস্য সচিব বারিকুল ইসলাম লিজনকে লাঞ্চিত করে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থীর কর্মীরা। পরে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুপুর ১ টার দিকে আমদহ প্রাথমিক বিদ্যালয়ে সামিয়ানা টাঙ্গিয়ে আতিরিক্ত ৪ টি বুথে ভোট গ্রহণ শুরু করে কেন্দ্রর প্রিজাইডিং অফিসার। এ ছাড়া আশরাফপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে সাসিয়ানা টাঙ্গিয়ে ভোট গ্রহণ করতে দেখা গিয়েছে।