নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে বিড়াম্বনায় পরতে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এ কারণে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইডেন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, হাফ ভাড়ার কারণে ঠিকানা, মৌমিতা, নীলাচল, অভিনন্দন, বন্ধন, শ্রবণ পরিবহনসহ অন্যান্য বাসে নারায়ণগঞ্জ- সাইনবোর্ড থেকে শিক্ষার্থীদের উঠানো হয় না। এর ফলে তারা ঠিকমত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌছাতে পারেনা। এতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, এ রুটে চলালচকারী বিআরটিসি বাসে নিয়ম মেনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিয়ে থাকে। তারা বলেন, বিআরটিসি বাস যদি হাফ ভাড়ায় আমাদের বহন করতে পারে তা হলে অন্য বাস কোম্পানিগুলোর সমস্যা কোথায়।
বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার শাহরিয়ার বুলবুল জানান, প্রতিদিন নারায়ণগঞ্জ- সাইনবোর্ড থেকে ঢাকাগামী প্রায় ২ হাজার শিক্ষার্থীদের বিআরটিসি বাসে হাফ ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়া হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিআরটিসি বাসের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, আগামীতেও যেন এ ধারা অব্যহত থাকে।