গাইবান্ধার সাদুল্লাপুরে ভুট্টার জমিতে গবাদিপশুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে দু সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
মৃত্যু গৃহবধূ ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী সাথী বেগম (৩০)।
পরিবারের সূত্র জানান,গত ১২ মার্চ সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে গরুর ঘাস কাটার জন্য ভুট্টার জমিতে যায়।সেখানে আলগা মাটির ঢেলের নিজে থাকা সাপ তার হাতে কামড়ে (ছোবল) দেয়। তার আত্ম চিৎকারের এলাকাবাসীরা থাকে উদ্ধার করে ও স্হানীয় ওঝা’র নিকট নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও তিনটার দিকে ডাক্তার জরুরি বিভাগে চিকিৎসা শুরু করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে ১২ মার্চ বিকালে তাকে হাসপাতালের আই সি ইউ তে নেওয়া হয়। গত ৩ দিন আই সি ইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত (১৬ মার্চ)বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য আবু তালেব মিয়া ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু বলেন,সাপের কামড়ের পর চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে । লাশ রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে লাশ নিয়ে আশার চেষ্টা চলছে। মহিলার স্বামী গরীব মানুষ ও তাদের ৫ বছর ৭ বছরের দুটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।