ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশি হামালায় র‌্যাকের নিন্দা ও উদ্বেগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সময় পেশাগত দায়িত্বপালকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)। বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে র‌্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এ ঘটনার তীব্র নিন্দা জানান।

একই সঙ্গে এই ন্যাক্কারজনক হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন র‌্যাক। পাশাপাশি হামলায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর ভয়াবহ হুমকি স্বরূপ।

দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; তাই অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন