সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কাভার করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মী হামলার শিকার হওয়ার ঘটনায় প্রধান বিচারপতির কাছে অভিযোগ নিয়ে হাজির হয়েছেন সাংবাদিক নেতারা।
বুধবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের নেতৃত্বে চার সাংবাদিক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় প্রবেশ করেন।
সংগঠনের সহসভাপতি দিদারুল আলম, সাবেক সভাপতি এম. বদি উজ-জামান ও ওয়াকিল আহমেদ হিরণ উপস্থিত রয়েছেন।
এর আগে সকালে ভোটের নিউজ কাভার করতে গিয়ে এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম পুলিশের মারধরের শিকার হন।
মারধরের শিকার সাংবাদিকরা বলেন, তারা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে। আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার সকাল থেকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন ঘিরে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। ইতোমধ্যে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। বড়ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।